ইদানিং হাত থেকে কেবল এটা পড়ে ওটা পড়ে
তখন আমিও কুসংস্কারাচ্ছন্ন হয়ে যাই
বলি, হায়... হায়
এ কি তবে কোনো লক্ষণের তাবত মন্ত্রপাঠ?
নাকি
এও নক্ষত্র পতনের মতোন কোনো বারোয়ারি ঘাট?
তবুও যখন মাঝে মাঝে হস্তরেখায় বিশ্ব দেখি
তখন আমিও কাণ্ডজ্ঞানহীন কোনো এক অচল
যে ঘুমায় খানাখন্দ
ভালোবাসা ছাড়া তাকে আর কে করবে সচল?