এখনও অবিক্রিত আছে কিছু কিছু কষ্ট
শরীরে তেমন রোগবালাই নেই বেশ হৃষ্টপুষ্ট!
যে কেউ কিনতে পারবেন নগদ টাকা
কিনলেই বুঝতে পারবেন ওরা আল্লারাখা!
দাঁড়টানা বৃষ্টিতেও ওরা কেউ ভেসে যায়নি
কত উপাচার সাজানো, ওরা কেউ খায়নি!
তবুও ওদের শরীরে সঞ্চারিত সেকি উত্তাপ
ওদের হাতে পায়ে ধরি.. চাই কতো মাফ!
কে শোনে কার কথা যখন সবাই পাওনাদার
অভাবে পড়লে বুঝা যায়, সবাই দফাদার!!