যখন ক্লান্তি আর শ্রান্তিরা বাসর সাজায়
তখনও ধুঁকতে ধুঁকতে নক্ষত্রেরা হাঁটে
আজকাল সবকিছু বড্ড বেশি খেয়ালি
চলিত হিসাবের অংকগুলো কোথায় গেলো
নাকি তারাও সখিনার মতোন হেয়ালি?
ইদানিং বাজার ঘাটে গোনে গোনে পথ মাপি
ওপথে অগুণতি জোড়া সাঁকোর নদী
গা ঘেঁষেই পর্বত প্রমাণ সুগন্ধি ছড়িয়ে যায়
কে জানে না....
মুদ্রার একপিঠে নেকি আরেক পিঠে বদি!
তবুও মলা আর ঢেলা আয়ত্বের অধীন নয়
বাতাসিও বাতাসের মতোন সুলভ নয়
কবি বলেই কিনা জানি না...
বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া নয়, শুধু বুঝি অব্যয়!!