একটা বছর হারিয়ে গেলো
নতুন বছর এলো
হিসাব কষার সময় এখন
কে যে কী পেলো!
যেই বছরটি চলে গেলো
ভরাট নদীর গতি
করোনা-ই করাল থাবায়
ঠিক ছিল না মতি।
পশু-পাখি ওদেরও কেমন
মন যে ছিলো ভার
উদাস মনে থাকতো বসে
গড়াই নদীর পাড়।
এখন আবার নতুন বছর
নতুন নতুন আশা
টোনাটুনি ওরাও আবার
বাঁধবে নতুন বাসা।৷
---------------------