নদী নামের সেই মেয়েটা
বেজায় পিয়াস তার
কয়েক ঘটি জল পানেও
তৃষ্ণা যায় না যার!
খালের কাছে বিলের কাছে
জল জামানত চায়
আকাশ পানে চেয়ে থাকে
বাজবে কখন সানাই!
সেই মেয়েটার জলের নেশা
আর যে যায় না
ফুলের কাছে পাখির কাছে
জানায় বায়না!
সেই মেয়েটা চাতক হলো
দুঃখ হাজার বুকে
মানুষ নামের অমানুষেরা
থাকবে কি সুখে?