একদিন নিষিক্ত হয়েছিলো যমজ প্রেম...
তখন কোলাহল মুখর এক সন্ধ্যা
কে জানতো.. মহাকালের হিসেবে সেই
কালটা ছিলো অপয়া কাকবন্ধ্যা!
তবুও আমি ছেড়ে দিইনি হাল, যদিও
বেদিল করোনাকাল; লক্কড়-ঝক্কড় করে
চলতে থাকি পথ; বলো তো দেখি.. কে
ভেঙেছিলো পুতুল খেলার শপথ..?
বিশ্বাস করতে চেয়েছিলাম একদিন
নিশ্চয়ই হালে পাবো পানি, অতঃপর
আলপথে-গলিপথে শুরু হলো তুমুল
কানাকানি; ধুলো-বালি, কাঁকড়া-কাঁকর
কেউ গেলো না বাদ; কী আর করি..
আমিও মাথায় পেতে নিলাম এই বেরহম,
বেদিল পৃথিবীর সমস্ত অপবাদ....!
এরপর আর কোনো কবিতা নেই..
কেবলইকাব্য অথবা মহাকাব্য; যে
গিয়েছিলো উষ্ণ প্রস্রবণ, সেই ফিরে
আসতে চাইলো নিষিদ্ধ আগমন...!!