নির্লিপ্ত মানুষ আর ভোঁতা দা উভয়ই সমান
অধিকাংশ সময় জল আর মাঝেমধ্যে কামান!
তারা মাটিতে পড়ে থাকে যেনো নির্জীব অসাড়
ঝড় হোক, জলোচ্ছ্বাস হোক কিবা উড়ুক সসার!
মাঝে-মধ্যে চোখ খুলে আবার বন্ধও করে দেয়
তবে কি পৃথিবীর সব পাপ-তাপ তখন শুষে নেয়?
যখন আগ্নেয়গিরি জীবন্ত হয় তখন ফুটে খৈ
উজানের পানিতে যেভাবে লাফায় পুঁটি ও কৈ!
মশা নয় মাছিও নয়.. করে না কাউকে আঘাত
দূরে থাক কাছে থাক হাজার ভেবে নিও নির্ঘাত!