কতোদিন পর আজ ঝুল বারান্দায় নীলপদ্ম ফুটেছে
তবে আমি কিছুমাত্র অবাক হইনি
বরং প্রত্যাশার চেয়ে অনেক বেশি হলো পাওয়া
কেউ একজন আমার মতোন কাউকে মনে রেখেছে
এরচেয়ে বেশি আর কিইবা থাকতে পারে চাওয়া!
মাঝখানে না হয় শত শত আলোকবর্ষ গত হয়েছে
কোটি খানেক টুকরো হয়েছে দুটো নিস্পাপ হৃদয়
তাতে আর কি এমন হয়েছে...?
আগে যেমন ছিল নক্ষত্রবীথিকা এখনও তেমন রয়েছে!
কেবল বদল হয়েছে শরীর
কেবল বদল হয়েছে হাওয়া
একজীবনে মানুষের আর পূরণ হয় কয়টিইবা চাওয়া?
যাক এসব নিয়ে আর ভাবি না...ভাবতে চাইও না
জল সে সমুদ্রের হউক
অথবা হউক কাজল পুকুর
মিঠা আর লোনা বাদ দিলে এইসব কে ভাবে মধ্যদুপুর!