তুমি মা, তুমি কন্যা, তুমি জায়া, তুমি বোন
তোমার ছোঁয়ায় ধন্য এই ভুবন।
তোমার ত্যাগে গড়া এই সংসার
তোমার ভালোবাসায় আলোকিত পরিবার।
তুমি মমতাময়ী, তুমি স্নেহময়ী
তুমি শক্তিদায়িনী, তুমি ধৈর্য্যময়ী।
তোমার মেধা, তোমার শ্রম,
গড়ে তোলে সুন্দর এক পৃথিবী মনোরম।
তুমি প্রতিবাদী, তুমি সংগ্রামী
তুমি অধিকার আদায়ে অগ্রগামী।
তোমার সাহস, তোমার মনোবল
ভাঙে সব অন্ধকার, সব দুর্বল।
তুমি স্বপ্ন দেখো, তুমি স্বপ্ন দেখাও
তুমি নতুন পথের দিশা দেখাও।
তুমি এগিয়ে চলো, উঁচু মাথার পরে
তোমার জয়গানে বিশ্ব মুখরিত করে।
নারী দিবসে তোমার জন্য জাগুক আশা
তোমার প্রতি রইলো অফুরান ভালোবাসা।