একটা অর্থহীন পাণ্ডুলিপির খুঁজে চিড়িয়াখানায় গিয়েছিলাম
কিছু জীর্ণ শীর্ণ নদী ছাড়া তেমন আর কেউ নেই
একটা কংকাল যেন আরেকটার সাথে কথা বলছে
তবে কি ওরাই মানুষ নাকি মানুষের খোলনলচে?
আমার মিইয়ে যাওয়া চাওয়ারা তখন উন্মাদ প্রায়
মাঝেমধ্যে কেবলই ইতর ইচ্ছে হয়
মানুষের মতোন সর্বভুক প্রাণি বুঝি আর কেউ নয়!
তবুও আশ্চর্য বোধ করি না... গোবরে পদ্মফুল
যার গিয়েছে সব কুল, তার আবার কিসের নাকফুল?
এসব বিকিয়ে দিয়েছি পঞ্চম থেকে দশম পুরুষ
এখন দাড়ি, কমার নামে চলছে নাকফুলের উরুস!!