এভাবেই আমরা সবকিছু ভুলে যেতে চাই
যেভাবে ভুলে গেছি.. ভুলে আছি সদ্য পোয়াতি করোনা কাল
যেভাবে ভুলে গেছি ঝালহীন কাঁচা লংকার হালচাল
যেভাবে ভুলে গেছি একের পর এক আকাল
সেভাবেই আমরা সবসময় সবকিছু ভুলে যেতে চাই!
দেখছ না জোড়া শালিক পাখির ঠোঁট... সময় এলেই
ওরা আবারও ফিরে আসবে
ফিরে এসেই কোকিল কন্ঠে বলবে, ভোট চাই ভোট!
আমরা আবারও আঙুলের ছাপ দিবো অথবা লেপে দিবো গোটা গোটা কিছু অক্ষরের দাগ; ওতেই কাজ হবে
আবারও ওরা কিনে নেবে নগদ সোনার ভাগ!
আমরা চেয়ে চেয়ে দেখবো শুকনো পাতা ঝরা, খুঁচিয়ে খুঁচিয়ে খুঁজবো কলমি লতার গান; এখানে-ওখানে চেতনারা অচেতন পড়ে থাকবে... সবাই খিলখিল করে
হাসবে.. হেসে হেসে বলবে, ওরা সব ঘাটের মরা!!!