রোজকার মতোই আজও বসে আছি ভাঙা টুল
জাবেদা, রেওয়ামিল ও খতিয়ানের কথা ভাবছিলাম
এখন দেখি ভুল... সবই ভুল!
সয়াবিন তেল কেনার নগদ বায়না ছিল
আমি ভয়ে ভয়ে কিনেছি সরিষার তেল...
কে জানে, কার মাথায় আজ গিন্নী ভাঙে বেল!
আমার এই ত্রাহি অবস্থা দেখে কবি কাজী আলম
দেদারসে হাসছে খিলখিল
আমিও কম না... ডাহুক নই.. অধুনার গাঙচিল!
এমনি করেই হররোজ তালে তালেই হতে হয় বেতাল
নাচঘর বলো আর সাজঘর বলো
এই উঠতি শীতেও কেন আমি আজন্মের মাতাল?