সন্ন্যাসী রাত হররোজ কাত হয়.....
একবার বুকের ডান পাশে, আরেকবার বাম পাশে
অথচ কাজের কাজ কিছুই হয় না
ওজনদরে বিক্রি হয় দিন, না রাত না সন্ধ্যায় মেপে দেখি
যেখানে ব্যথা ছিলো, এখনও সেখানেই করছে চিনচিন!
তবুও বেশ ভালো আছি না বলে কোনো উপায় নেই
যেমন ভালো থাকে শুকনো গাঙের গাঙচিল
যেমন ভাল আছে আমার একদা রুপসী রনিলের বিল!
তবুও দৈবাৎ দু'একটা সারস সন্দেশ আসে...
ওরা ভালোবাসে না.. ওরা ভালোবাসে
তখন নিজেকে খুউব ভাগ্যবান ভাগ্যবান ভাবতে থাকি
কাকের মতো আয়নায় আঙুল রেখে নিজের মুখ ঢাকি!