একটা মুরগি চিলের ভয়ে
খক খকিয়ে ডাকে
ছানাগুলো কেমনে বাঁচায়
সেই ছকটা আঁকে।

ছানাগুলো বেজায় খুশি
তিড়িং তিড়িং নাচে
মুরগির চোখ চিলের দিকে
থাকে ধারে কাছে।

চিল ব্যাটাও কম যায় না
ছোঁ মেরেই নাই
গাছের ডালে হরেক পাখি
ঠারে ঠারে চায়।

এই খেলাটা জমেছে বেশ
মুরগি চিলের লড়াই
মায়ের বুকে কেউ কী আর
চিল-শকুনে ডরাই?
------------------------------