মুখরা বৃষ্টি আমায় দৈবাৎ আটকে দিয়েছে
ভাংগাচোরা রাস্তায় থৈ থৈ জল
তবুও থামছে না ভিখারি এই হৃদয়ের অনল!
পৈশাচিক কিছু ভাবনা আমায় পেয়ে বসেছে
ওরা ডাইনোসর হতে চায়
ওরা এই সভ্যতার ধ্বংসযজ্ঞ দেখতে চায়
কবি আলী হোসেন ভুঁইয়া সাক্ষী আছেন
কবির শত্রু কবি, বইয়ের শত্রু বই....
এছাড়া আর কোনো শত্রু এই দুনিয়ায় নাই!
তবুও বৃষ্টিকে বলছি না... এবার থামো ভাই
সুখ সঙ্গ আমার বরাবর চাওয়া
যাকিছু পেয়েছি তাতেই ঢের, আর নেই চাওয়া!!