কবিতার ভাঁজে ভাঁজে কত গল্প
খবর রাখে কয়জন
কাছের মানুষ হয় কাঁচের মানুষ
করোনার এই ক্ষণ!!

চাকার মতোন ঘুরে জীবন চক্র
সবই বর্ণমালার ছল
আষাঢ় গেল, শ্রাবণও যায় যায়
থামেনি  মৃত্যুর ঢল!!
------------------------