একদিন যে যে শব্দেরা কবিতার প্রাণ ছিলো
শুনেছি তারা সবাই আজ বানপ্রস্থে গেছে!
যখন দেয়াল ছিলো, তখন দেয়ালে ঠেকানো
যেতো কিছুটা কাল...আর
এখন সড়ক পথে, রাজপথে সবাই নাকাল!
তবুও কি কবিতারা থেমে আছে জল-জংগল?
মৃতদের দুনিয়ার বাসিন্দারা কতোটা করতে
পারে পৃথিবীর মংগল?
তবুও ভুলভাল জীবন নাটক মঞ্চায়ন করে যায়
যে আট কপালে আটকে তার কিইবা আসে যায়?