আমি নিজেকে খুঁজি, মৃত্যুঞ্জয়ের নাচের মতোন
আর খুঁজি যত, ততই বিভ্রান্তি ঘিরে ধরে।
এই অন্ধকার রাতে আলো খুঁজি
তবুও পথ হারিয়ে ফেলি, মৃগতৃষ্ণার মতোন।

কি হবে ভালো হয়ে গেলে, ভয় করি আমি
যেন কোনো কুহকের মতো, শূন্যের আয়না।
শব্দের জালে আটকে যাই, মাকড়সার জালের মতো
অর্থের খোঁজে ছুটে চলি, পিঁপড়ার মতো!

হয়তবা আমি এই গ্রহের কোনোএক গহীন অরণ্য
নয়তবা পৃথিবীর সমস্ত গভীর অরণ্যই আমি!