কিছু অশিষ্ট পাথর ভাঙ্গার মতোন করে ভাঙতে চাই
ওরা ভাঙে না... ভাঙতে চায় না
তবে কি ওদের বাড়া ভাতে ঢেলে দিবো সাজানো ছাই?
অনেকদিন বউ কথা কও শুনি না
অথচ দিব্যি রচনা লিখছে সুখের আড়ক
তবে কি রাংতার কাগজের মতো খুলে দেব মোড়ক?
বিষবৃক্ষ সুখের না অসুখের এখন আর ভাবনা নাই
পিরামিড সে পাথর হউক অথবা হউক বালি
কেউ স্বীকার করুক অথবা না-ই করুক
আমার কাছে ভালোবাসা শব্দটি এখন কেবলই গালি!