মাঝে মাঝে ইচ্ছেনদী সাগর ছুঁয়ে দিতে চায়
ডুবসাঁতারে পার হতে চায় ইংলিশ চ্যানেল
অথচ আমি যেখানে ছিলাম, এখনও আছি
সেই আদিম মানুষের শিম্পাঞ্জি ক্যানেল.!
একদিন বিস্তৃত মাঠ পদ্মফুলে ভরা দেখেছি
এখন সেখানেই ম্যাপল পাতার সুর বাজে
সন্ধ্যা প্রদীপগুলো আগের মতো জ্বলে না
নিয়নের আলোতে ওরাও এখন বউ সাজে!
আমার ইচ্ছেনদী গদিহীন চামচিকার আবাস
তবু ওতেই মরীচিকার চাষ করি বারোমাস!