পশু কেবল প্রতীক ভাই
নিয়ত বড় ধন
তাইতো বলি সবার আগে
সঠিক কর মন।

হাড়-মাংশ কোনো কিছুই
যায়না খোদার কাছে
আত্নীয়- স্বজন, প্রতিবেশী
সবার যে হক আছে।

দীন দুখিরে ধমক দিয়ে
দিওনা  ভাই ঠেলে
তারা কিন্তু জান্নাত পাবে
তোমায় পিছু ফেলে।

মনেতে যদি পশুত্ব থাকে
কুরবানিতে কী লাভ
সেই পশুটার কুরবানি চাই
বাকি কথা প্রলাপ!!
--------------------------------------