বলতে আর কোনো দ্বিধা নেই...
একদিন যে ছেড়ে গিয়েছিল এই সংসার
যে আমায় করেছিল একান্তই পর
আজ যখন ভোরের আকাশে উঠছে রবি
আজ যখন আরশির তুলিতে নতুন ছবি
সে-ই ফিরতে চাইছে এই আমার ঘর!
এখন ভাবি আমিও বা কম কিসে...?
এই মন্দার বাজারের কবি
হাতুড়ি, শাবল, গাইতি নাইবা আছে
তবুও মনের মুকুরে আঁকতে পারি ছবি!