মন খারাপের নদীটার কোনো সীমান্ত প্রাচীর নেই
কোনো গ্রীষ্ম, বরষা, শরত, শীত কিংবা বসন্ত নেই
কেবলমাত্র কিছু মাংশ গলানো হাড়গোড় আছে!
অথচ অনেক মৃতমানুষও হাজার বছর বেঁচে থাকে
অনেক খাবারের স্বাধীন স্বাদ জিহবায় লেগেই থাকে
আজীবন, আর কিনা কিছু কিছু জীবন্ত মানুষ মৃত মানুষের মতোন..!!
অথচ ওরাও পিঁপড়ে মানুষের মতো দিব্যি হাঁটে, খায়-দায়, ঘুমায়, জমিয়ে আড্ডা দেয় চায়ের স্টল,
অথচ কেউ জানে না..জানতেও চায় না.. কেবল
ওরা নেহায়েত বেঁচে থাকার নামে ছল করে.. ছল!