নতুন বছরের প্রথম কবিতাটার কথা ভাবতেই দেখি
মহেশখালীর সেই চিরল দাঁত খিঁচানো মেয়েটির হাসি
সমুদ্রের আধা কাঁচা, আধা পাকা ঢেউগুলোও জানে
বুকের বাম পাঁজরে আমি কার জন্য ভালোবাসা পুষি!
অথচ কত রাত ভুলে-বেভুলে ভোর হয়েছে
কত পাখি ঘুমের কপাট ভেঙে হাটে-বাজারে গেছে
কে বলতে পারবে মাথার উপর রেখে শূন্য হাত
যুগ-যুগান্তরের চেয়ে আর কতোটা বড় বিরহের রাত?
আজকাল আর কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই, শিখা..
ফুল ফুটলেই কেবল মনে হয়.... এই বুঝি পেয়ে গেছি
মহেশখালীর সেই চিরল দেঁতো লাজুক মেয়েটির দেখা!!