আমাদের কেবল গতকাল, আজ এবং আগামীকাল
এর বাইরে আমরা তেমন কিছু ভাবতে চাই না
এই যেমন পৃথিবীর সব পাখিরা গাছদের কথা ভাবে
এই যেমন পৃথিবীর সব মাছেরা পানির কথা ভাবে!
অথচ মানুষেরা কেবল নগদান হিসাবের কথা ভাবি বাকির খাতাটা চাঁদের মতোন শুন্যে ঝুলিয়ে রাখি
আজ খেতে পারলে দু'দিন পরের কথা ভুলে যেতে চাই
আমাদের আজ, আগামীকালের চেয়ে বড় সত্য নাই!
অথচ ঘরের ছাদের মত মাথার উপর মহাকাল ঝুলছে
টিকটিকির মত মহাকালও অবিরাম টিকটিক বলছে
তবুও আমাদের কিছুমাত্র খেয়াল নেই
তবুও আমাদের ভুত ভবিষ্যতের কোনো হুশ নেই
আমরা এখন প্রকৃত, অপ্রকৃত, মিশ্র-ভগ্নাংশ চিনি না
আমাদের কাছে সমুদ্রতটের মতোন সবকিছুই সমস্ত
আমরা কেবল চিত্রনাট্য সাজানো নিয়ে সবাই ব্যস্ত!
-------------------------