খুকি যাবে নানার বাড়ি
মেঘ গাড়িতে চড়ে
আম পাতা, জাম পাতা
দুই কোঁচরে ভরে।
কাঁঠাল খাবে আম খাবে
রস হাঁড়ি হাঁড়ি
মেঘ গাড়ি ভর্তি করে
আনবে বাপের বাড়ি।
ইঁদুর, বিড়াল বাদ যাবে না
রাঙাবে সবাই মুখ
বাড়ি বাড়ি বিলিয়ে দেবে
পাতিল ভরা সুখ।
সেই সুখেতে খেমটা নাচন
নাচবে দোয়েল পাখি
দু'চোখ জুড়ে স্বপ্ন নিয়ে
মুদবে সবাই আঁখি।
--------------------------------