চাঁদ আমার দিকে তাকিয়ে আছে
আমি তোমার দিকে, কতো রাত
ভোর হয়েছে আসন্ন মিলনের আশা,
চাঁদ আর তুমি মাঝামাঝি আমি
একেই বুঝি বলে থাকে,
মাইনকার চিপার ভালোবাসা!
কেবল পার্থক্য বুঝে নিয়েছি দামি
যদিও চাঁদ আমায় ছুঁতে পেরেছে
তবুও আমি তোমায় ছুঁতে পারিনি!!
মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে খরা
এইতো বেনারসি জীবনের ধারা!
কিছুক্ষণ আগে সানগ্লাসটা খুলে ফেলেছি
এখন সাদা-কালোর ফারাক বুঝি
কচুপাতায় একদা যে প্রেম লুকিয়ে ছিলো
জাত-পাতে কেন তাকে খুঁজি!!