কিছুদিন হয় এইসব দিন আর রাত
সকালে যেই কাত, সন্ধ্যায়ও সেই কাত!
তবুও বিরাম নেই... রতি আর যতি
রাশিফলের নিচে ঘুমায় এ কার মতি!
যদিও কবিতার দিনলিপি লিখে হাত
কিছু পাই আর না পাই হয়ে যায় প্রভাত!
দশ হাতে কাড়াকাড়ি দুই হাতের ধন
কে হাসে কে কাঁদে খোঁজ রাখে না মন!
তবু খুব জানতে চাই এসবের গুপ্ত ভেদ
তবু বারংবার মায়া এসে ঘটায় বিভেদ!