কে জানে আজ শরীর আর মন কতোদুর
কারো কোনো রা নেই
নৈঋত, ঈশান, উর্ধ্ব, অধঃ!
নিজেকে নিজে হাজারবার বলেছি এভাবে
আর কতো..?
এখন মাথার উপর থেকে চাল গেছে
দু'দিন পর চুলোও যাবে
অন্ধকার ঘরে পোকা-মাকড় শতো..শতো!
বৈদ্য আর নৈবেদ্য এসবে আর কাজ নেই
যেমন ছিলাম আঁতুড়ঘর এখনও আছি সেই!
আসল কথা কেউ বুঝতে চায় না. যে ঘরে
বসত করি সেটা মাকড়সা...
তবুও মজবুত কাছি দিয়ে বেঁধে রাখি আশা!!