মারুফ একুশ বসন্ত পার করেছে
তবুও প্রেমে পড়তে ভয় পায়....!
আমারও একদিন এমনি দিন ছিল
নিদান রাতগুলো দিনের মতোন
আর দিনগুলো রাতের মতোন!
এখন আর আমি প্রেমে পড়তে ভয় পাই না
দীঘল রাত্রির হাত ধরে হাঁটি
আজকে একজন প্রেমিকা কাছে রাখি
আগামীকাল আবার আরেকজনকে ডাকি!
-----------------