এখন মধ্যবয়সী শীতের কথা-ই ভাবছিলাম
চায়ের কাঁপে টুংটাং টুংটাং
তবুও একা একাই দিচ্ছি অথৈ সাগর পাড়ি
আশেপাশে কতো মানুষজন আছে
কেউ কি আমায় পৌঁছে দেবে বাড়ি?

একদা দিন-কে ভাবতাম ষোল বয়সী যুবতী রাত
আর এখন রাত-কে ভাবি হালুয়া খাওয়া দিন
তবে কেউ না জানলেও আমি তো জানি
রাতের কাছে দিনের কাছে আমার আছে ঋণ!

এখন কোনো কাজ নেই করছি আকাশ পাতাল
শুনেছি, পাখির কাছে, ফুলের কাছে যে যায়
তারা সবাই নাকি মাতাল?
এসব কথা ছড়িয়ে যারা নিচ্ছো মজা লুটে
তাদেরকেও দেখে নেবো আসন্ন এই ভোটে!!