চাওয়ার অতিরিক্ত যা কিছু সবই ভালোবাসা
এই যেমন কবিতার দু'একটি অবলা শব্দ...
সেও আরেকটি আনকোরা শব্দ ডেকে আনে
ড্রাইভিং সিটে বসে লং ড্রাইভে নিয়ে যায়
আদর করে কাউকে কাউকে বাঁদর বানায়
আর কাউকে কাউন্সিলের নামে হরদম নাচায়!
আমি ইদানিং বেবাক ভুলে থাকি সাগর-নদী
ওরাও আমাকে তেমনি করে ভুলে থাকে যদি
আসলে কোনোকিছুতেই তেমন কিছুই হয় না
দুই পায়ের মানুষ আমরা, দিয়ে রাখি হাজার
নৌকায় পা!