রাতটা আজ ঘুমায় না...
আসমানের বুকে উড়ছে নক্ষত্রের অস্থিরতা
নির্জন বাতাসের কাঁপুনিতে ছিঁড়ে যাচ্ছে সময়ের চাদর।
কোনো এক প্রাচীন মুহূর্তে,
ফেরেশতারা নামছে অদৃশ্য সিঁড়ি বেয়ে
তাদের হাতে জ্বলছে আলোর অক্ষর
অপার্থিব এক ভাষায় লেখা ভাগ্যের সিলুয়েট।

আমি কি দেখছি?
শহরের দেয়ালে ভেসে উঠছে স্বচ্ছ আয়াত
মিনারগুলোর কপালে অগ্নিশিখার স্পষ্ট দ্যুতি
শব্দরা মোমের মতোন গলে গলে যাচ্ছে বাতাসে
যেনো আকাশ নিজেই আজ আল কোরআনের কাব্য!

এই রাতে যেন যাযাবর সময় থমকে দাঁড়ায়
জোছনার নিচে নিঃশব্দে শুয়ে থাকে নিয়তি
ভাষাহীন প্রার্থনায় আঙুল রেখে আমি ছুঁতে চাই
সেই অপার্থিব দীপ্তি, যেখান থেকে আলো জন্ম নেয়।

তবে কি আজ সত্যিই খুলে গেছে অসীমের দরজা?
রাতের অন্ধকারে লুকিয়ে আছে চিরন্তন অনুগ্রহ
কোথাও একটা দরজা, অদৃশ্য অথচ উপস্থিত
যেখানে শব্দেরা আত্মা হয়ে নি:শব্দে উড়ে যায়.!
---------------------