তবুও বারবার ফিরে ফিরে আসে ঝাঁকুনি
প্রিয়তমা... কুসুমের বকুনি
যদিও আমি এসবে খুব একটা গা করি না
এই শীতেও জলে ভিজিয়ে রাখি পা!
যখন অশিষ্ট গরম পড়ে এয়ারকুলার চাই
এখন রুম হিটার.... আঙুলে আঙুলে গিটার
তবুও হাপিত্যেশ করি
একবার শীতের হাত ধরি
আরেকবার গরমের পায়ে ধরি!
এইতো আমরা মানুষ...কালের হাতে লাটাই
তবুও সুযোগ পেলেই কেবল কুবুদ্ধি আঁটাই!