তোমার চোখের গভীরে আমি হারিয়ে যাই প্রতিদিন
যেমন হারায় নীল আকাশে ভোরের সোনালী রোদ
আমি তেমনি তোমার কাছে বাড়ুক আমার ঋণ।
তোমার উচ্ছ্বল হাসিতে আমি নতুন করে বাঁচতে শিখি যেমন গাছে গাছে ফোটে নতুন ফুল বসন্তের আগমন
শিমুল, পলাশ, কৃষ্ণচুড়া প্রতিটি ফুলে তোমাকেই দেখি।
তোমার স্পর্শে আমি যেন অন্য জগতে চলে যাই
যেখানে সময় থমকে দাঁড়ায় আর স্বপ্নরা ডানা মেলে
আমি তখন ভালোবাসার গাঙচিল, আকাশে সাঁতরাই।
তোমার ভালোবাসায় আমি এক নতুন মানুষ হয়ে উঠি
যে খুঁজে পায় জীবনের প্রকৃত অর্থ থাকে তোমার পাশে
এভাবেই একদিন আমরা হবো লাল শালিকের জুটি!!