কামনার সমুদ্রে পাল তুলে ওড়ে জাহাজ
নিসিন্দায় নিষিক্ত হয় জলজ পাপ
বলিহারি বাতাসে পান চিবুচ্ছে চেনা গাল
কৃষ্ণচুড়া হাসিতে কেবলই দেখি স্বাধীনতার লাল!
ধ্বংসস্তুপের নাভিকমলে জন্ম নেয় লাল-সবুজ
যতোটা অবুঝ ছিলাম ততোটা আমি নই
আমি আরও অবুঝ হতে চাই.. আরও অবুঝ!
বৃত্তের কেন্দ্রবিন্দুতে পুড়ে কয়লা হোক অস্থির কাল
পুড়ুক হিংসুটের ঠোঁট
পুড়ুক জাল ভোট, জাল নোট
তবুও বৃত্তটা আরও লাল হোক.. আরও লাল..!!