রাত্রি আজ দোতলা স্বপ্নের মতোন
নক্ষত্রেরা দেয়ালে দেয়ালে হেলান দিয়ে শুয়ে
আর চাঁদ যেন পুরনো গ্রন্থের ভাঁজে রাখা
একটি অলৌকিক ধূপকাঠির আলো।

সবখানে সীসার মতোন ভারী নীরবতা
নদীর বুকেও হৃদয় নিংড়ানো শব্দহীন ঢেউ
যেন কোনো অদৃশ্য হাতে লেখা হচ্ছে
অনন্তের ক্যালিগ্রাফি।

ঘুমের জগতে ঢুকে পড়ে একদল ফেরেশতা
তারা চোখের পাতায় ঝুলিয়ে দেয়
সাতটি রহস্যময় নীল জ্যোতিষ্ক,
আর কপালে আঁকে সুধার সিলমোহর।

লাইলাতুল কদর, যে রাতে সময় থমকে দাঁড়ায়
একটি মাত্র নাম, একটি শ্বাস, একটি প্রশ্বাস
একটি অলিখিত প্রার্থনা হয়ে ভেসে যায়
ভেসে যায় চিরন্তন আলোর দিকে।