সত্য হলো অতিশয় বড়সড় একটা তালগাছ
ভীষণ কালবৈশাখী ঝড়েও ভাঙে না
যদিও বেশি বেগতিক দেখলে সমুলে উপড়ে যায়
অত:পর আরও শক্তি সঞ্চয় করে চারা গজায়!
অথচ আমরা ভুলে বেভুলে সত্যকে ফাঁসি দিই
সত্যের হাতে পায়ে শিকলবেড়ি পরিয়ে দিই
বেশি বাড়াবাড়ি করলে ডাণ্ডাবেড়ি দিতেও ছাড়ি না
তখন তালগাছের মতোন সত্যও খিলখিল হাসে
হাসতে হাসতে বলে,
এইসব বেড়িটেরি আমায় আটকাতে পারবে না!
আমি ভাবি অন্যরকম ভবিতব্যের শাখের করাত
মনে রেখ, ফি বছর ফিরে আসে লাইলতুল বরাত!