কোথায় গেল সুরের পাখি
ময়না, টিয়া, দোয়েল
কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ
কোথায় মায়ের পায়েল!
কোথায় গেল বকের সারি
ব্যাঙের মাথায় ছাতা
কোথায় গেল যত্নে রাখা
মায়ের হাতের যাতা!
কোথায় গেল হিজল তমাল
বেতুই বনের ধার
থোকায় থোকায় জোনাকিরা
গল্প-দীঘির পাড়!
কোথায় গেল খনার বচন
লাঙল কাঁধে চাষি
ফোকলা বুড়ির গল্প শোনে
খোকার মুখের হাসি!
--------------------