যারা ভাবো কুরবানিটা উৎসব বই অন্যকিছু নয়
তাদের ষোলআনা জীবনের ষোলআনা-ই ক্ষয়।
এই কুরবানির রয়েছে যে গৌরবময় এক গাঁথা
তাকওয়ার পরাকাষ্ঠায় নবী ইব্রাহিম হলেন মাথা।
আল্লাহর রাহে নিবেদিত তাঁর প্রিয়পুত্র ইসমাইল
ত্যাগের এই মহিমায় সুখবর দিলেন জিবরাইল।
খুশি হলো গ্রহ-তারা,ফেরেশতারা এবং আকাশ
সেই খুশিতে খোদা কুরবানির নিয়ম করেন প্রকাশ।
তবুও কিছু কিছু খারাপ লোকেতে পশু হত্যা কয়
তারা সারাবছর মাংশ খায়, সেটা কি হত্যা নয়?
জীবন, মরণ সবকিছু আল্লাহর সৃষ্টি, তাঁরই দান
তাঁর তরে যে জীবন দিবে, সে-ই হবেন মহীয়ান।
আমরা কেবল শিক্ষা নেব, নেব দীক্ষা তাকওয়ার
তবেই মোদের করবেন ক্ষমা, মহান পরওয়ার।
আজ ঘরে ঘরে বিলিয়ে দেবো, জান্নাতি সেই সুখ
তবেই অন্ধসমাজ থেকে পালিয়ে যাবে ভাই দুখ।।
-------------------------------