সকালের তাজা খবর হবো ভেবে...
একদিন নীল নক্ষত্রে হাত পুড়েছিলাম
অতঃপর অনেক চড়া দাম দিয়ে
পৃথিবীর সমস্ত বাসি প্রেম কিনেছিলাম!
তবুও কেউ বলে না আমি কন্যারাশির
জাতক; কেবল আমি নিজেই বলি!
কেউ জানুক বা না জানুক... ঘুড়ি
এখনও আমি অপেক্ষা করি আদুরী.!
---------------------