কিছু কিছু মানুষ সাক্ষাৎ কুকুরের লেজ
অন্যের ভালো কখনও তাদের ভালো লাগে না
ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে দেখায় স্বভাবের তেজ!
ওরা আসলে হামবড়া
কারো ভালো দেখলেই মেজাজ করে চড়া!
আসলে ওদের বাঁকা অন্তর
সবকিছুতেই খুঁজে তন্তর-মন্তর!
কোনো উসকানি ছাড়াই অন্ধকারে মারে ঢিল
সতর্ক থাকুন ওরাই একালের শকুন অথবা চিল!
আসলে কুকুরের লেজ কখনও হয় না সোজা
আসলে এরাই এই সমাজের ভারী বোঝা!