আলপথে গাল খেতে খেতে যাকে হারিয়ে খুঁজি
আজ এতোদিন পর কখনও চৌরাস্তা, কখনও
সাত রাস্তার মোড়ে দাঁড়িয়ে এখন বুঝি সবিতা.. ,
সে আর কেউ নয়, সেই হলো প্রিয়তমা কবিতা!
এক আধলা চিমটি দিলে ঠিক ঠিক দশ বুঝিয়ে দিতো
একটি বরই কেড়ে নিলে ঠিক দশটি গোনে নিতো
একবার আড়ি দিলে দশবার ঘোড়ায় সওয়ার হতো!
আর এখন পাঁচ পয়সার পুঁটলি সেও দেমাগ দেখায়
কথায় কথায় চোখের জলে আগুন খেলায়!
আমি ভাবি এই দিন.... দিন না
আংটি বদলের এই ঋণ... ঋণ না!
আবারো আসবে ফিরে শালুক কুড়ানোর সেই দিন
তখন আমিও কোঁচর ভরে কিনে নেবো কবিতার ঋণ!