কথাছিলো এককাপ চায়ের মূল্যে একটা কবিতা হবে
আচ্ছা বলুন তো দেখি...
দেশে কী এমন আকাল পড়েছে যে... নির্ধারিত মূল্যে
কবিতা বিক্রি করতে হবে?
না হয় আজকাল কেউ তেমন একটা কবিতা পড়ে না
না হয় কবিতার কথা শোনলেই ঘরের বউ তেড়ে আসে
না হয় কবিতার আলোচনা হলেই কয়েকটি মাছি বসে!
যাই বলুন না কেন, আমি কিন্তু এসবে কান দিচ্ছি না
যে কবিতা বুঝে... তার কাছে এখনো কবিতা অমূল্য
অনেককেই দেখেছি কবিদের জাত তুলে দেন গালাগাল
অথচ ভেতরে ভেতরে তিনিও কবি হতে চান
ছিঁড়ে চুষে খেতে চান কবিতার লাবণ্যময় ছাল!
একটা প্রশ্ন জিজ্ঞেস করতে খুউব খুউব ইচ্ছে হচ্ছে.
বুলবুলিরে ভাই, বলতো শুনি তোর পাছা কেন লাল!!