হাতের করপুটে গোনে রাখি নিষিদ্ধ হাত
তবুও সকিনার বেলোয়ারি চুড়ি কথা বলে
সারাদিন কেবল এটা নাই... ওটা নাই
তবুও গরলে-সরলে একসাথেই পথ চলে!
ওজনদরে যদি সবকিছুই বেচা-বিক্রি হয়
তবে খুনসুটি, ঝগড়াঝাটি ওদের কী দোষ
সকিনা আমাকে এতো এতো ভালোবাসে
তবু্ও নুন না থাকলে হঠাৎ করেই বেহুশ!
তখন সকি কেবল বুঝে না... বুঝতে চায় না
আমি কিছু না, নগণ্য কবিতা লেখা মানুষ!