ভেবেছিলাম আজ আর কোনো কবিতা নয়
ডানা মেলে ওড়ে যাক সব শব্দেরা গাঙচিল
পারিনি!
এখন অন্ধকারে ছোড়া শুরু করেছি ঢিল!

পিরামিড না হউক.. কিছু একটা তো হবেই
এই যেমন....
আরশি এখন পাঁচ পয়সার কয়েন খোঁজে
পাঁচ পয়সা যে আদৌ এখন কোনো পয়সা নয়
আরশি মনির কচি মন কি আর তা বুঝে..?

আমারও বেশি কিছু চাওয়া নেই কবিতা দিন
আমি কেবল চাই অবলা শব্দের কবিতা লিখেই  
শোধ করে দিতে আমার পাহাড় সমান ঋণ!!