ওরাও এখন হাপিত্যেশ করছে ভারী পানি এবং
ভারী বাতাস; তবুও এই কালের খোলনলচে
মাটিচাপা থাকবে না এটা একদম ঠিক ঠিক
আজ হউক, কাল হউক ওরা মাটি ফুঁড়ে উঠবেই
লাল পিঁপড়ের ঝাঁক এই লড়াইয়ে জিতবেই!
এইসব নিরবতা একদিন না একদিন ভাঙবেই
যেভাবে জিদের গরু-ছাগল ছারপোকারা খায়
যেভাবে আনবিক বংশগতি উড়নচণ্ডী হতে চায়
সেভাবে কিছু আয়োজন একদিন সবাই জানবেই!
আমি আরক্ত কবিতার চাপা চাপা কান্না দেখছি
আমি কবিতার ভেতরে আরও কবিতা লিখছি!!