ইদানিং হররোজ কবিতা না লিখলে পেটের ভাত
অজম অইতে চায় না...এই আজব দুনিয়ায় এমনি
আরও কতকিছু শুনতে অইব!
প্রেম করলেই যদি প্রেমিক বলা যায়.. তয় আমিও
কি কারো চাইতে কম?
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাইলে কোনো অসুবিধা অয় না
কেবল সিঁড়ি ডিঙালেই বেরিয়ে যায় দম!
সে সব যায় হউক..হতে থাক... মোটেই আপত্তি নাই
কিছু হউক অথবা না-ই হউক
আমার হররোজ দুই তিনটা কবিতা প্রসব করা চাই!!