কথাছিলো আজ ঝাউবনে কবিতারা ওড়বে
কোমর দুলিয়ে দুলিয়ে দেবদারু নাচবে..গাইবে
শিল্পীর জলরঙে আঁকা হবে ব্রহ্মপুত্রের তরণী
মাঝে মধ্যে জলকাদায় লুটোপুটি খাবে বৃদ্ধ তরুণী
কোথায় আমার সেই ঝাউবন
কোথায় আমার সেই দারুচিনি দ্বীপ
কোথায় আমার সেই দেবদারু
কোথায়, কার ঘরের ঘরণী দেবদাসের পারু?

তবুও কবিতা হবে পুঁইলতা, কলমি, বেতফল
তবুও কবিতা হবে গোলাপির সাথে আমার ছল!