ইদানিং নিয়ম করে কবিতা লিখি রোজ
আচ্ছা, কবিতা কি তিনবেলার ভূরিভোজ?
তবুও মানা যেতো...
যদি কবিতার জন্য কেউ নিতো খোঁজ!
আসলে জী, আজ্ঞে.. ওসব তেমন কিছু নয়
তবে কেন কবিতা লিখে কালের অপচয়?
নিন্দুকেরা যা খুশি বলুক... বলতে থাকুক
আমার রোজ কবিতা লেখা চাই-ই চাই
দিনশেষে যখন কবিতা-ই কবিতার ভাই!